বাক্কো থেকে উদ্যোক্তা হওয়ার দীক্ষা পেলেন আরো ৬০ জন ফ্রিল্যান্সার

২৬ জুন, ২০২৪ ১৮:৪৫  

এবার ৩টি ব্যাচ আরো ৬০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হওয়ার দীক্ষা দেলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর সহায়তায় এই প্রশিক্ষণ দেয়া হয়।

বুধবার বিকেলে রাজধানীর একটি সম্মেলন কক্ষে প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বাক্কো সহ-সভাপতি তানভীর ইব্রাহীম। এসময় প্রশিক্ষণ গ্রহণের নানা অভিজ্ঞতা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

বাক্কো নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিওবার্তায় সকল প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ এবং বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর ইব্রাহীম বলেন, “বিজনেস প্রোমোশন কাউন্সিলের সহায়তায় এ বছর সহ পরপর তিনবার অত্যন্ত সফলতার সাথে ফ্রিল্যান্সার হতে উদ্যোক্তা হওয়ার এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করলাম আমরা। ২০২২ সালে ১০টি ব্যাচে ১০৬ জন, ২০২৩ সালে ৬ টি ব্যাচে ৯০ জন, এবং এ বছর ৩ টি ব্যাচে ৬০ জন, সর্বমোট ২৫৬ জন ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ প্রদান করা হয়। সুদীর্ঘ এ যাত্রায় ক্রমান্বয়ে যুক্ত হয়েছে একের পর এক নতুন উদ্যোক্তার নাম, যারা সকলেই একসময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রতিনিয়ত সেবা দিয়ে গিয়েছেন আন্তর্জাতিক সেবা গ্রহীতাদের, এবং পরবর্তীতে আমাদের এ প্রোগ্রামে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তথ্যপ্রযুক্তির এ দিগন্তবিস্তৃত ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এ বছর যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের মধ্যে থেকেও আমরা আরও অনেক উদ্যোক্তা পাবো বলে আশা রাখছি। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রশিক্ষণ সম্পন্ন করে আজ আপনারা আনুষ্ঠানিক সনদ গ্রহণ করছেন ঠিকই, তবে বাক্কোর সাথে আপনাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয়। আপনাদের মতো মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত হওয়া এবং পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণেও সর্বাত্মক সহযোগিতা মাধ্যমে ভবিষ্যতেও পাশে পাবেন বাক্কোকে”।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাক্কো পরিচালক মেহেদী হাসান জুলফিকার, এমরাজিনা টেকনোলজিস -এর প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম, ভাইজার এক্স লিমিটেড -এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল মোস্তফা, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি –এর চেয়ারম্যান ডঃ তানজীবা রহমান, এবং বিজনেস প্রোমোশন কাউন্সিল -এর সহকারী পরিচালক জনাব মো: ফয়সাল খান।

প্রসঙ্গত, গত তিন বছর ধরে আলাদা আলাদা প্রতিপাদ্যকে সামনে রেখে "ফ্রিল্যান্সার টু অন্টারপ্রেনর" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে বাক্কো ও বিপিসি। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "টুগেদার উই গো ফারদার"।