ফ্রি সোশ্যাল মিডিয়া অফার বন্ধ করলো অপারেটররা

১৮ জুলাই, ২০২০ ১৮:২৩  
ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ও টুইটারের মতো সামাজিক মাধ্যম ফ্রি ব্যবহার সেবার বন্ধ করে দিয়েছেন দেশের মোবাইল অপারেটররা। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির আদেশ পেয়ে শুক্রবারের মধ্যে দেশের সবগুলো অপারেটরই তাদের ইন্টারনেট অফার থেকে বিনা মূল্যে অথবা প্রায় বিনামূল্যে ফেসবুক ব্যবহারের প্যাকেজগুলো বন্ধ করে দিয়েছে। এর আগে সোশ্যাল মিডিয়ার ফ্রি প্যাকেজ ব্যবহার করতে গত ১৫ জুন থেকে এই প্যাকেজগুলো বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। বিটিআরসির উপপরিচালক সাবিনা ইসলাম স্বক্ষিরিত ওই চিঠি বিষয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসি অপারেটরদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখে। বাজারে যাতে স্বাভাবিক প্রতিযোগিতা বজায় থাকে এবং গ্রাহকেরা যাতে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ। নির্দেশনা পাওয়ার পরই গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক তাদের প্যাকেজ থেকে ফ্রি সোশ্যাল মিডিয়ার অফার প্রত্যাহার করে নিয়েছে বলে নিশ্চিত করেছে। এ বিষয়ে মোবাইল অপারেটর বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, আমরা এ বিষয়ে বৃহস্পতিবার বিটিআরসি’র কাছ থেকে একটি টিঠি পেয়েছি এবং গতকালই এটা ইমপ্লিমেন্ট করেছি। অপরদিকে বিটিআরসি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ফেসবুক সংক্রান্ত যাবতীয় ফ্রি অফার বন্ধে যে নির্দেশনা বিটিআরসি দিয়েছে আমরা মনে করি এটা অবশ্যম্ভাবী ছিল। কারণ চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের নির্দেশনা অনুসারে, একটি কোম্পানির 'প্রমোশনাল' ব্যয়ের পরিমাণ তার মোট আয়ের ০.৫% এর বেশি হতে পারবে না। এই নির্দেশনা অনুসারে ফ্রি অফারকেন্দ্রিক কোনো ব্যয় নির্বাহ করা আমাদের মতো কোম্পানির জন্য স্বাভাবিকভাবেই কঠিন। আমরা মনে করি, বিটিআরসির নির্দেশনা বাস্তবায়িত হলে ফেসবুককেন্দ্রিক অপব্যবহার বন্ধ হবে এবং এর ফলে প্রকৃত ব্যবহারকারীরাই উপকৃত হবেন।