ফেসবুকে মুখ খুলছেন তামিম

২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩১  

নানা আলোচনা ও জল্পনা–কল্পনার পর নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটকীয়তার বাক্স খুলে প্রকাশ করা হয় বাংলাদেশ স্কোয়াড। সেখানে অবসর ভেঙে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করা দেশসেরা এই ওপেনারকে বাদ রেখেই ১৫ সদস্যর দল ঘোষণা করা হয়। এরপর থেকেই কমেন্টে টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে ‍বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টা ২৩ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা স্ট্যাটাসে গত কয়েকদিনের গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার গুঞ্জনের জবাব দেবেন বলে জানালেন তামিম। সেখানে তিনি লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’

আরও লিখেছেন, ‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

পোস্ট থেকে জানা গেলো, এবার গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ নিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তা নিয়ে হাজির হচ্ছেন সাবেক এই অধিনায়ক।