ফেসবুককে ১০৪ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ

২৪ আগষ্ট, ২০২০ ১৫:২৩  
জরিমানাসহ ফেসবুককে কর ফাঁকির ১০৪ মিলিয়ন ইউরো পরিশোধ করতে বলেছে ফ্রান্স। এ তথ্য দিয়েছে দেশটির অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ক্যাপিটাল। পত্রিকাটি বলছে, জরিমানা সংক্রান্ত নথিটি তাদের কাছে রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ২০১৮ সালের আগের বছরের হিসাব সংক্রান্ত কর ফাঁকির অর্থসহ ফেসবুককে ১০৪ মিলিয়ন ইউরো দিতে বলা হয়েছে, যার মধ্যে ২২ মিলিয়ন ইউরো জরিমানাও রয়েছে। তবে তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফেসবুক কর্তৃপক্ষ। আর ব্যক্তিগত কর মামলা নিয়ে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে ফরাসি অর্থ মন্ত্রণালয়।