নব দিগন্তের পথে ফিরলেন তারা

১৪ জানুয়ারি, ২০২১ ২১:২৫  
কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, টেকটিশিয়ান। কেউবা আইটি বিশেষজ্ঞ কিংবা ছাত্র। বয়স ১৮ থেকে ৩৫। এদেরই একজন সিলেটের তরুণ শাওন মুনতাহা ইবনে শওকত। অপর এক জন আসিফুজ্জামান। ফেসবুকের মাধ্যমে জড়িয়েছিলেন উগ্রবাদের সংগঠনে। ‘ডি-র‌্যাডিকালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম’ এর মাধ্যমে আজ থেকে তারা ফিরে গেলেন  নতুন জীবনে। তাদের সঙ্গে ছিলেন আরো সাত জন। এরা হলেন- আবিদা জান্নাত আসমা (১৮), মোহাম্মদ হোসেন (২৩), মো. সাইফুল্লাহ (৩৭), সাইফুল ইসলাম (৩১), আবদুল্লাহ আল মামুন (২৬), মো.সাইদুর রহমান (২২) ও আবদুর রহমান সোহেল (২৮)। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) “নব দিগন্তের পথে” অনুষ্ঠানে হাতে ফুল তুলে দিয়ে তাদের আবার সমাজের মূল ধারায় স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সবার প্রথমে প্রকৌশলী শাওন ও ডাক্তার  ‍নুসরাত জুহি দম্পতি দুই শিশুকে নিয়ে ৪ বছর পর মিলিত হন পিতামাতার সঙ্গে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার। আলোচক হিসেবে অংশ নেন  স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, আইজিপি ড. বেনজির আহমেদ এফবিসিসিআই প্রেসিডেন্ট ফজলে ফাহিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ।