দুই ঘণ্টা আগেই বৃষ্টির আগাম সম্ভাবনা জানাবে এআই

৩ অক্টোবর, ২০২১ ১৫:০১  
আগামী দুই ঘণ্টার মধ্যে বৃষ্টি হবে কি না, তা আগাম জানিয়ে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আবহাওয়ার পূর্বাভাস দিতে সক্ষম এআই সিস্টেমটিকে ডাকা হচ্ছে ‘নাওকাস্টিং সিস্টেম’ নামে। যুক্তরাজ্যের ২০১৬ সাল থেকে ২০১৮ সালের রেডার ম্যাপ বিশ্লেষণ করে বৃষ্টির গতানুগতিক বৈশিষ্ট্য খুঁজতে শিখেছে এআই সিস্টেমটি। ২০১৯ সাল থেকে রেডার ম্যাপের উপর এর কার্যকারীতা যাচাই করে দেখেছেন মিটিওরোলজিকাল অফিসের ৫০ জন বিশেষজ্ঞ। এর মধ্যে ৮৯ শতাংশ ক্ষেত্রে এআই সিস্টেমটি সঠিক পূর্বাভাস দিতে পেরেছে। বিবিসি খবরে বলা হয়েছে, আবহাওয়ার ভবিষ্যদ্বাণী করতে এআই-এর ব্যবহার নিয়ে গবেষণা করতে জোট বেঁধেছিলেন গুগলের মালিকানাধীন লন্ডন এআই ল্যাব ডিপমাইন্ড, ইউনিভার্সিটি অফ এক্সেটার এবং যুক্তরাজ্যে আবহাওয়া গবেষণায় সরকারি সংস্থা মিটিওরোলজিকাল অফিসের গবেষকরা। মিটিওরোলজিকাল অফিসের অংশীদারিত্ব ও পণ্য উদ্ভাবনবিষয়ক প্রধান নিয়াল রবিনসন বলেছেন, ‘স্বল্প সময়ে আরও ভালো আবহাওয়া পূর্বাভাস মানুষকে নিরাপদ থাকতে সাহায্য করবে’।