তিনদিনে ইটিএফ ট্রেডিংয়ে ২০০ কোটি ডলার লেনদেন

২০ জানুয়ারি, ২০২৪ ২০:০৮  

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সম্প্রতি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এতে আকৃষ্ট হয়েছেন অনেক ব্যবসায়ী। প্রথম তিনদিনে প্রায় ২০০ কোটি ডলার লেনদেন হয়েছে। খবর রয়টার্স।

প্রথমদিকে লেনদেন ভালো হলেও পরবর্তী সপ্তাহগুলোয় বিনিয়োগের এমন ধারাবাহিকতা বজায় থাকবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের দেয়া তথ্যমতে, তিনদিনে বিনিয়োগের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্লাকরক। চলতি বছরে বিনিয়োগ পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।

তবে চলতি বছরের ১১ জানুয়ারি অনুমোদনের পর বিটকয়েনের বিনিময় হার কমেছে প্রায় ৮ শতাংশ। সম্প্রতি মাসগুলোয় এসইসি কর্তৃক ইএফটির অনুমোদনের পর বিটকয়েনের এ দরপতন হয়।

ডিবিটেক/বিএমটি