ঢাবির ভর্তির আবেদন ফি পরিশোধ করা যাবে মুঠোফোনে

৯ মার্চ, ২০২১ ১৬:৫০  
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অনলাইনে আবেদন শেষে রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা বা রূপালী ব্যাংকের যেকোনো শাখার পাশাপাশি যে কোনো মোবাইল পেমেন্ট সার্ভিস ( বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), ডেবিট ও ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে অনলাইনেই ঢাকা জমা দেয়া যাবে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে অনলাইন ভর্তি আবেদন-প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান ৷ আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে। টাকা জমা দেয়া যাবে পহেলা এপ্রিল রাত ১২ টা পর্যন্ত । পহেলা মে বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরিক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে।