ডেটা নেওয়া বন্ধ করল টিকটক

২৮ জুন, ২০২০ ১৩:৫৩  
গোপনে ব্যবহারকারীদের ক্লিপবোর্ডের কনটেন্ট পড়তো টিকটক। আইওএস ১৪-এর নতুন ফিচারে ধরা পড়ে যায় বিষয়টি। এর পর ওই কাজ বন্ধ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য অ্যাপটির নতুন একটি সংস্করণ আনতে যাচ্ছে টিকটকের মূল প্রতিষ্ঠান বেইজিং ভিত্তিক বাইটড্যান্স। অ্যাপের মাধ্যমে ক্লিপবোর্ডে প্রবেশাধিকার রোধ করতেই এই ব্যবস্থা নেয়া হচ্ছে। https://twitter.com/jeremyburge/status/1275896482433040386?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1275896482433040386%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.theverge.com%2F2020%2F6%2F26%2F21304228%2Ftiktok-security-ios-clipboard-access-ios14-beta-feature   টেলিগ্রাফকে টিকটিকের একজন প্রতিনিধি বলেছেন, “পুনরাবৃত্তিমূলক, স্প্যামি আচরণ চিহ্নিত করে এমন এক ফিচারের” কারণে অ্যালার্ট পাচ্ছিলেন ব্যবহারকারী। আমরা এরইমধ্যে অ্যাপ স্টোরে আপডেটেড সংস্করণের একটি অ্যাপ জমা দিয়েছি যেটিতে জটিলতা সৃষ্টি হতে পারে এমন কোনো অ্যান্টি-স্প্যাম ফিচার নেই”।