ডেঙ্গু: টিএমজিবি’র রক্তদান কর্মসূচি শনিবার

৩ আগষ্ট, ২০১৯ ০১:৩১  
ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্ত সংগ্রহে নেমেছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড-টিএমজিবি। সংগঠনটির পক্ষ থেকে শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ কম্পিউটার সমিতি কার্যালয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনের ৮৬জন সদস্যছাড়াও বাইরের কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ডোনার এনে সংগৃহিত রক্ত রেডক্রিসেন্ট-কে দেয়া হবে বলে জানাগেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণাও চালিয়েছে সংগঠনের সদস্যরা। এ বিষয়ে মিডিয়াগিল্ট প্রতিষ্ঠাতা সদস্য আরাফাত সিদ্দিকী সোহাগ বলেন, মরণ তুমি হার মেনেছো রক্তদানের কাছে/পাঁচটি মিনিট করলে খরচ/ একটি জীবন বাঁচে- এমন অভিপ্রায়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। দ্রুততম সময়ে সংগৃহীত রক্ত বা প্ল্যাটিলেট অসহায় ডেঙ্গু আক্রান্তদের কাছে পৌঁছে দেবে রেডক্রিসেন্ট। শুধু ফেসবুকে সোচ্চার না হয়ে আসুন কিছু করি। টিএমজিবি ও রেডক্রিসেন্টের এই মহতী প্রচেষ্টার অংশ হই। সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে বিসিএস কার্যালয়ে (বাড়ি# ৩৩/বি (নিচতলা)। সড়ক# ০৪, ধানমন্ডি, ঢাকা।)গিয়ে রক্ত দান করি। তিনি আরো বলেন, এই আয়োজনে মোট ৫০ ব্যাগ বা তার কম-বেশি ব্লাড ডোনেট করা হবে আশা করছি।