টেক্সাসে বিশ্বের প্রথম থ্রিডি-প্রিন্টেড হোটেল

২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৪১  

বাস্তবে রূপ পেলো বিশ্বের প্রথম থ্রিডি-প্রিন্টেড হোটেল। টেক্সান মরুভূমিতে ধাপে ধাপে তৈরি হয়েছে এল কসমিকো নামের হোটেলটি। খবর রয়টার্স।

খবরে বলা হয়, এল কসমিকো একেবারে নতুন তৈরি হয়েছে এমন নয়। পুরাতন এ হোটেলটি নতুন করে ৪৩টি ইউনিট এবং ১৮টি আবাসিক বাড়ি তৈরি করছে। ৪০ একর জায়গার এ স্থাপনার অবকাঠামো থ্রিডি-প্রিন্টারের মাধ্যমে তৈরি করা হয়েছে।

টেক্সাস-ভিত্তিক থ্রিডি প্রিন্টিং কোম্পানি আইকন এবং আর্কিটেক্ট বিজার্কে ইনজেলস গ্রুপ এই প্রকল্পের পিছনে রয়েছে বলে জানিয়েছেন এল কসমিকোর মালিক লিজ লামবার্ট।

লামবার্ট বলেন, প্রযুক্তি আমাদেরকে অভূতপূর্ব ক্রিয়েটিভিটি বাস্তবে রূপ দিতে সহায়তা করেছে।

ডিবিটেক/বিএমটি