এআই কম্পিউটিং সেন্টারের জন্য ১০,০০০ জিপিইউ সংগ্রহ করবে দক্ষিণ কোরিয়া

১৮ ফেব্রুয়ারি, ২০২৫  
১৮ ফেব্রুয়ারি, ২০২৫  
এআই কম্পিউটিং সেন্টারের জন্য ১০,০০০ জিপিইউ সংগ্রহ করবে দক্ষিণ কোরিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষিণ কোরিয়া চলতি বছরে ১০,০০০ উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) সংগ্রহের পরিকল্পনা করেছে। খবর রয়টার্স।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক জানিয়েছেন, এআই খাতে প্রতিযোগিতা এখন কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি জাতীয় উদ্ভাবনী পরিবেশের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। তিনি জানান, সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে এসব জিপিইউ সংগ্রহ করা হবে, যাতে জাতীয় এআই কম্পিউটিং সেন্টারের কার্যক্রম দ্রুত শুরু করা যায়।

এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি উন্নত এআই প্রযুক্তি রপ্তানির ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। তবে দক্ষিণ কোরিয়া প্রায় ১৮টি দেশের তালিকায় রয়েছে, যারা এসব নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো নির্দিষ্ট কোন জিপিইউ কেনা হবে, তা নির্ধারণ করা হয়নি। তবে বাজেট, অংশগ্রহণকারী কোম্পানি এবং জিপিইউ মডেল চূড়ান্ত করা হবে সেপ্টেম্বরের মধ্যে।

বিশ্ব জিপিইউ বাজারে এনভিডিয়া প্রায় ৮০% শেয়ার দখল করে রেখেছে, যেখানে ইন্টেল ও এএমডি অনেক পিছিয়ে রয়েছে। অন্যদিকে, ওপেনএআই নিজস্ব চিপ তৈরি করে এনভিডিয়ার ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করছে।

ডিবিটেক/বিএমটি