গুগল, অপো ও শাওমির জন্য ফোল্ডিং ডিসপ্লে বানাচ্ছে স্যামসাং

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৫০  
দ্য ইলেক রেইটারেটস এর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ভিভো, অপো, শাওমি এবং গুগল ফোল্ডেবল ডিভাইস আনার প্রস্তুতি নিচ্ছে। তবে নতুন এক প্রতিবেদনে ভিভোর নাম বাদ পড়লেও, অপর তিন কোম্পানির ফোল্ডেবল ডিভাইস আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর এই তিন কোম্পানির ডিভাইসের জন্য ফোল্ডিং ডিসপ্লে বানাচ্ছে স্যামসাং। প্রতিবেদনটিতে ডিসপ্লেগুলোর স্পেসিফিকেশন ও আকারের বিষয়ে তুলে ধরা হয়েছে। অপোর ডিসপ্লেটি উপর থেকে নিচের দিকে ওপেন হবে, অর্থাৎ ডিভাইসটিতে থাকবে ক্লামসেল ফর্ম ফ্যাক্টর। বাইরের স্ক্রিণটি দেড় থেকে দুই ইঞ্চির হবে। ফলে এটা বোঝা যাচ্ছে যে যখন আনফোল্ড করা হবে তখন ডিসপ্লেটি কতোটা লম্বা ও চওড়া হবে। অপো তাদের ফোল্ডিং ৭.৭ ইঞ্চি প্রোটোটাইপ নিয়ে স্যামসাং, বিওই এবং ভিশনওক্স এর সাথে কাজ করেছে, তবে এই ডিভাইসের জন্য শুধুমাত্র স্যামসাংয়ের সাথে কাজ করবে। শাওমির ফোল্ডিং ডিভাইসটিতে বাইরের ডিসপ্লেটি হবে ৬.৩৮ ইঞ্চির। আর গুগলের ডিভাইস সম্পর্কে ততোটা তথ্য পাওয়া না গেলেও জানা গেছে, স্যামসাং গুগলের জন্য ওএলইডি স্ক্রিণ বানাচ্ছে। এই ডিসপ্লেটির আকার হতে পারে ৭.৬ ইঞ্চি। ডিবিটেক/বিএমটি