কৃত্রিম বুদ্ধিমত্তায় লাভের পথে সফট ব্যাংক

৮ আগষ্ট, ২০২৩ ২২:০৫  

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে টানা পাঁচ প্রান্তিকে লোকসান গোনার পর অবশেষে লাভের ধারায় ফিরতে যাচ্ছে সফট ব্যাংক গ্রুপ করপোরেশনের ভিশন ফান্ড। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

খবরে বলা হয়, গত দুই অর্থবছরে ভিশন ফান্ডে বিনিয়োগ করে ৬ দশমিক ৯ ট্রিলিয়ন ইয়েন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জাপানি ব্যাংকটি। জুনে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে লাভের প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। গড় বিশ্লেষণে পূর্বাভাস দেয়া হয়েছে, এ সময়ে সফট ব্যাংক ৭ হাজার ৩০০ কোটি ইয়েন মুনাফা করার সম্ভাবনা রয়েছে।

সফট ব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সন এখন ক্ষিপ্রতার সঙ্গেই নতুন পদক্ষেপের দিকে পা বাড়াতে পারবেন। প্রাথমিকভাবে সরকারি আর্ম লিমিটেডের সঙ্গে নতুন ব্যবসা শুরু করতে পারবেন। তার চিফ ডিজাইনার আগামী সেপ্টেম্বর নাগাদ ৬-৭ হাজার কোটি ডলার মূল্যের বাজারে আত্মপ্রকাশের মাধ্যমে অন্তত ১ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করতে চাচ্ছেন। এ তহবিল সংগ্রহ লক্ষ্যমাত্রার উচ্চ পর্যায়ে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড ও মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেডের পরে সবচেয়ে বড় প্রযুক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটাবে আর্ম।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি মোহের ফলে আর্ম ও সমজাতীয়দের মূল্যায়ন বেড়েছে। এনভিডিয়া করপোরেশনের মূল্য এ বছর ১ ট্রিলিয়ন থ্রেসহোল্ড অতিক্রম করেছে। অন্যদিকে প্রযুক্তির স্টকগুলোর প্রক্সি নাসডাক হানড্রেড চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত সর্বকালের সেরা পারফরম্যান্স রেকর্ড করেছে।

ডিবিটেক/বিএমটি