করোনা আতঙ্কে বিক্রি কমেছে প্রযুক্তি পণ্যের

১৯ মার্চ, ২০২০ ১৫:৪৩  
চীনে যখন করোনা আতঙ্ক ছিল তখন বাংলাদেশের বাজারে প্রযুক্তি পণ্যর দাম বাড়তে থাকে। দাম বাড়লেও ক্রেতা ছিল। বর্তমান সময়ে প্রযুক্তির বাজারে ক্রেতা নেই বললেই চলে। ১৭৬ দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। এই ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে এখনো প্রায় ৯ হাজার। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ফলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না আতঙ্কে। তাই মার্কেটে ক্রেতা নেই, আতঙ্কে আছেন বিক্রেতারাও। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা শপিং মলে গিয়ে দেখা যায় আগের তুলনায় মানুষ একেবারেই কম। মার্কেটের ৬ তলায় মোবাইল মার্কেট। মার্কেটের বিক্রয় কর্মীরা দোকান খুলে বসে আছে, ক্রেতা নেই বলে নিজের মধ্যে গল্প-আড্ডা করে সময় পার করছে। সাথে করোনাভাইরাস নিয়ে দেশের বর্তমান অবস্থা নিয়েও কথা হচ্ছে। মার্কেটে দোকান খুলে বসে আছেন জাকির হোসেন তিনি ডিজিবাংলাকে জানান, ফোন বিক্রি নেই বললেই চলে। কিভাবে বিক্রি হবে? মানুষ নাই। গতকাল করোনাই একজনের মৃত্যু হওয়াতে হঠাৎ করেই বাজারে লোক নেই। বেশ কিছু দিন যাবত এই অবস্থা। সবাই রাজধানী ঢাকা ছাড়ছেন। মার্কেটের এক নিরাপত্তা কর্মী নাম প্রকাশে ডিজিবাংলাকে জানান, মার্কেট আজ থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা শুনছেন তারা। আজ না হলেও শুক্রবারের পর বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করেন তিনি। অনেকেই নিজ উদ্যোগে বন্ধও করে দিচ্ছে। তিনি মনে করেন আগে নিরাপত্তা, তারপর অন্য কিছু। বিক্রি কেমন কমেছে জানতে চাইলে আশরাফ আবির নামে স্যামসাং এক বিক্রয় কর্মী ডিজিবাংলাকে জানান, গতকালের আগে বিক্রি মুটামুটি ছিল। গতকাল থেকে বিক্রি একেবারে কমে আসছে। মানুষ আতঙ্কে মার্কেটে আসছে না। প্রায় ৭৫ শতাংশ কমে এসেছে বিক্রি। বিসিএস কম্পিউটার সিটিতেও (আইডিবি) গত সপ্তাহের তুলনায় বিক্রি কমেছে ৫০-৬০ শতাংশ। নিরাপত্তার জন্য ক্রেতাদের ভবনে প্রবেশ মুখেই হাত ধোয়ার আয়োজন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা ডিজিবাংলাকে জানান, দেশের পরিস্থিতি খারাপ করোনার কারণে। অবশ্য মার্কেটে প্রবেশে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। তবে করোনার প্রভাব পড়েছে প্রযুক্তি পণ্যের বাজারে।