উইন্ডোজে এলো চ্যাটজিপিটি

১৯ অক্টোবর, ২০২৪ ২০:৪৭  

এআই কোম্পানি ওপেনএআই তাদের চ্যাটজিপিটির উইন্ডোজ অ্যাপ নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওপেনএআই এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, চ্যাটজিপিটির ব্যবহারকারীদের মধ্যে যাদের প্লাস, টিম, এন্টারপ্রাইজ ও এডুকেশন সাবস্ক্রিপশন রয়েছে কেবলমাত্র তারাই এটি ব্যবহারের সুযোগ পাচ্ছে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি চ্যাটজিপিটি-এর এই অ্যাপটি আসলে প্রাথমিক ভার্সন। এর পূর্নাঙ্গ ভার্সনটি চলতি বছরের শেষ নাগাদ আসার কথা।

উল্লেখ্য, বাজারে প্রচলিত জেনারেটিভ এআই-ভিত্তিক চ্যাটবটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চ্যাটজিপিটি। বর্তমানে এই চ্যাটবটটির সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি।

ডিবিটেক/বিএমটি