সিরি এআই উন্মোচন আরও এক মাস পেছাচ্ছে অ্যাপল

১৮ ফেব্রুয়ারি, ২০২৫  
১৮ ফেব্রুয়ারি, ২০২৫  
সিরি এআই উন্মোচন আরও এক মাস পেছাচ্ছে অ্যাপল

অ্যাপল নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সিরিতে যুক্ত করতে চাইলেও সময়সীমা পেছাচ্ছে। ব্লুমবার্গের মার্ক গারম্যান তার সাম্প্রতিক পাওয়ার অন নিউজলেটারে জানিয়েছেন, সিরির নতুন সংস্করণে প্রকৌশলগত সমস্যার কারণে স্মার্ট ফিচারগুলো ঠিকভাবে কাজ করছে না।

প্রাথমিকভাবে, আপডেটটি আইওএস ১৮.৪-এর সঙ্গে এপ্রিলে আসার কথা ছিলো, কিন্তু এখন ধারণা করা হচ্ছে, এটি আইওএস ১৮.৫-এর সঙ্গে মে মাসে উন্মুক্ত হবে।

গারম্যান আরও জানান, সিরির নতুন সংস্করণ অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের কেন্দ্রবিন্দু, তবে এটি ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে এবং এখনো ইউরোপ ও চীনের মতো প্রধান বাজারে পৌঁছায়নি।

অ্যাপল এই নতুন আপডেটের মাধ্যমে ওপেনএআই-এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনি ও মেটার লামার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায়। তবে নির্ধারিত সময়সীমা মেনে চলতে প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা ভবিষ্যতের আপডেটেও প্রভাব ফেলতে পারে। এমনকি কিছু আইওএস ১৯ ফিচার ২০২৬ পর্যন্ত বিলম্বিত হতে পারে।

অ্যাপল ইন্টেলিজেন্স আপডেট সিরিকে আরও উন্নতভাবে ব্যবহারকারীর তথ্য বুঝতে, অ্যাপ নিয়ন্ত্রণ করতে এবং স্ক্রিনের কনটেক্সট বোঝার ক্ষমতা দেবে।

ডিবিটেক/বিএমটি