১৭ মে আইএসপিএবি’র ভোট

নানা সমালোচনা ও প্রতিবাদে মুখে দায়িত্ব পালনের এক বছরের মাথায় ফের ছাড়তে হল ইন্টারনেট সেবাদাতাদের প্রতিষ্ঠান আইএসপিএবির ভোটের গাড়ি। বৃহস্পতিবার সদস্যদের কাছে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তফসিল।
তফসিল অনুযায়ী, আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে আইএসপিএবি’র ২০২৫-২৭ দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ।
নির্বাচন ভোট চেয়ারম্যান মোহাম্মদ আলী স্বাক্ষরিত তফসিল থেকে জানা গেছে, ৯ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শেষে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
এবার মনোনয়ন পত্রমূল্য দ্বিগুণ করা হয়েছে। পরিচালক পদে সাধারণ সদস্যদের জন্য এক লক্ষ টাকা এবং সহযোগী সদস্যদের জন্য পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করতে ব্যয় করতে হবে এক হাজার টাকা।
নির্বাচন তফসিল অনুযায়ী, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ মার্চ, সোমবার বিকাল ৪ টায়। ১৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। ২৭ এপ্রিল বিকেল পাঁচটায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।