মেটার নিম্নমানের কর্মদক্ষতার ৫% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস তাদের কর্মীদের মধ্যে ৫ শতাংশ “নিম্নমানের কর্মদক্ষতার” কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। তবে এই পদগুলোর জন্য নতুন নিয়োগের পরিকল্পনাও রয়েছে বলে মঙ্গলবার এক মুখপাত্র জানিয়েছেন। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানটির সিইও মার্ক জুকারবার্গ কর্মীদের পারফরম্যান্স ব্যবস্থাপনায় আরও কড়াকড়ি আরোপ করার লক্ষ্যে এ ধরনের ছাঁটাইয়ের সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছেন।
২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেটার মোট কর্মী সংখ্যা ছিল ৭২ হাজারের অধিক।
বর্তমানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, যেমন সিসকো এবং আইবিএম, তাদের বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দিকে সরিয়ে নিচ্ছে। একই পথে মেটাও এআই-সংক্রান্ত পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ করেছে, যার ফলে চলতি বছরে প্রতিষ্ঠানটির ব্যয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ২০২২ সালে মেটা পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এছাড়া, ২০২৩ সালকে “দক্ষতার বছর” বলে অভিহিত করে আরও ১০ হাজার পদ বিলোপের সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি মেটা যুক্তরাষ্ট্রে তাদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বাতিল করেছে এবং অভিবাসন ও লিঙ্গ পরিচয়ের মতো বিষয় নিয়ে আলোচনায় বিধিনিষেধ শিথিল করেছে। এটি রক্ষণশীল মহলের চাপের মুখে নেওয়া সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে, বিশেষত প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে।







