চলতি বছরে গুগল সার্চ হবে আরও উন্নত এআই অ্যাসিস্ট্যান্ট: সুন্দর পিচাই

৫ ফেব্রুয়ারি, ২০২৫  
চলতি বছরে গুগল সার্চ হবে আরও উন্নত এআই অ্যাসিস্ট্যান্ট: সুন্দর পিচাই

গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন যুগ শুরু হয়েছে বলে জানিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই। মঙ্গলবার কোম্পানির আয় বিবরণী প্রকাশের সময় তিনি বলেন, ২০২৫ সাল সার্চ প্রযুক্তির অন্যতম বড় পরিবর্তনের বছর হতে চলেছে। খবর টেকক্রাঞ্চ।

গুগল এখন সার্চকে আরও বেশি একটি এআই অ্যাসিস্ট্যান্ট রূপে গড়ে তুলতে চাইছে, যা ইন্টারনেট ব্রাউজ করে নিজে থেকেই তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীদের নির্দিষ্ট উত্তর দিতে পারবে। এই পথচলার প্রথম ধাপ ছিল এআই ওভারভিউস, যদিও সেটি শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়েছিল।

পিচাই জানান, ডিপমাইন্ডের মাল্টিমোডাল এআই সিস্টেম ‘প্রজেক্ট অ্যাস্ট্রা’ ভবিষ্যতের সার্চকে নতুন রূপ দিতে পারে। এটি ক্যামেরা বা স্ক্রিনের তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর দিতে সক্ষম। গুগল একে স্মার্ট গ্লাসের মতো পণ্যেও ব্যবহার করতে চায়।

এছাড়া ‘জেমিনি ডিপ রিসার্চ’ নামক আরেকটি এআই টুল গুগল সার্চকে গবেষণামূলক কাজে ব্যবহার উপযোগী করে তুলবে। এটি কয়েক মিনিটের মধ্যে দীর্ঘ গবেষণা প্রতিবেদন তৈরি করতে সক্ষম।

তবে গুগলের প্রথম এআই ওভারভিউস চালুর পর অনেক ভুল ও বিভ্রান্তিকর উত্তর দেখা গিয়েছিল, যা সমালোচনার মুখে পড়ে। তবুও গুগল তার পরিকল্পনা থেকে পিছিয়ে আসছে না। ২০২৫ সালেই সার্চে নতুন নতুন এআই অভিজ্ঞতা যুক্ত করা হবে বলে জানিয়েছেন পিচাই।