এ বছরই আসছে এক্স মানি

ইলন মাস্কের লক্ষ্য এক্স-কে পশ্চিমা বিশ্বের ‘সবকিছু অ্যাপ’-এ পরিণত করা, যেমনটি চীনে উইচ্যাট করেছে। এই উদ্দেশ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো পরিশোধ ব্যবস্থা চালু করা, আর সেই লক্ষ্যেই এ বছরই বাজারে আসছে এক্স মানি। খবর জিএসএম এরিনা।
এক্স মানি-এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, এটি ব্যবহারকারীদের সকল ধরনের লেনদেনের জন্য তৈরি করা হচ্ছে। এক্স-এর সিইও লিন্ডা ইয়াকারিনো ঘোষণা করেছেন, ভিসা হবে এক্স মানি অ্যাকাউন্টের প্রথম অংশীদার।
এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহারকারীরা ভিসা ডাইরেক্টের মাধ্যমে নিরাপদে অর্থ সংযোজন করতে পারবেন, এটি ডেবিট কার্ডের সঙ্গে সংযুক্ত হয়ে পিয়ার-টু-পিয়ার লেনদেনের সুযোগ দেবে, এবং ব্যাংক অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করাও সম্ভব হবে।
প্রাথমিকভাবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হওয়ার সম্ভাবনা বেশি, তবে এটি কতটা আন্তর্জাতিকভাবে বিস্তৃত হবে, এবং বিভিন্ন দেশের আর্থিক নীতিমালার কারণে কিছু ফিচার বাদ দিতে হবে কি না, সেটি দেখার বিষয়।
ইয়াকারিনো জানিয়েছেন, ভিসার সঙ্গে অংশীদারিত্ব শুধু শুরু, এ বছর এক্স মানি নিয়ে আরও অনেক বড় ঘোষণা আসতে চলেছে। প্রযুক্তি বিশ্ব এখন অপেক্ষায় রয়েছে, মাস্কের নেতৃত্বে এক্স কীভাবে ‘সবকিছুর অ্যাপ’ হয়ে ওঠে।