আগামী বছর মিক্সড রিয়েলিটি হেডসেট আনবে ভিভো

আগামী বছর মিক্সড রিয়েলিটি হেডসেট আনবে ভিভো
৬ জানুয়ারি, ২০২৫ ১১:০৮  

অ্যাপলের ভিশন প্রো হেডসেটের সাথে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে ভিভো। ভিশন প্রোর বিক্রির চাহিদা প্রত্যাশার তুলনায় কম থাকলেও এই বাজারে প্রবেশ করতে যাচ্ছে কোম্পানিটি। সম্প্রতি এক ইভেন্টে আগামী বছর একটি মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট উন্মোচন করার ঘোষণা দিয়েছে ভিভো। খবর জিএসএম এরিনা।

আগামী সেপ্টেম্বরে বা অক্টোবরে এই হেডসেটটির একটি প্রোটোটাইপ প্রদর্শন করা হবে। ভিভো জানিয়েছে, এতে এমন কিছু ফিচার থাকবে যা ভিশন প্রোকে ছাড়িয়ে যেতে পারে।

তবে, সেই সময়ের মধ্যে ভিশন প্রো বাজারে দেড় বছরের বেশি সময় ধরে থাকবে, তাই তুলনামূলকভাবে পুরনো একটি প্রোডাক্টকে ছাড়িয়ে যাওয়া খুব চমকপ্রদ বিষয় হবে না।

ভিভোর এমআর হেডসেট প্রকল্পে বর্তমানে ৫০০ সদস্যের একটি দল কাজ করছে, যা থেকে বোঝা যায় যে ভিভো এই প্রযুক্তিকে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখছে। যদিও অ্যাপল ভিশন প্রোর কম বিক্রির হার কিছুটা নিরুৎসাহজনক ছিল, ভিভো যদি কম দামে একই ধরনের বা আরও উন্নত অভিজ্ঞতা দিতে পারে, তবে এটি বেশ সাড়া ফেলতে পারে।

ভিভো জানায়, ২০২৫ সালের শেষের দিকে চীনের বিভিন্ন শহরে “উচ্চ-মানের প্রোটোটাইপ অভিজ্ঞতা” প্রদানের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা পরীক্ষা করা হবে। তবে এটি বাজারে কবে আনুষ্ঠানিকভাবে বিক্রির জন্য আসবে, তা এখনো অনিশ্চিত।