আগামীকাল উন্মোচন হবে গ্রোক ৩ চ্যাটবট

১৬ ফেব্রুয়ারি, ২০২৫  
১৬ ফেব্রুয়ারি, ২০২৫  
আগামীকাল উন্মোচন হবে গ্রোক ৩ চ্যাটবট

বিলিয়নিয়ার ইলন মাস্ক জানিয়েছেন, তার প্রতিষ্ঠিত এক্সএআই-এর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক ৩ আগামীকাল (সোমবার) উন্মোচিত হবে। এটি হবে ওপেনএআই-এর চ্যাটজিপিটির একটি প্রতিদ্বন্দ্বী। খবর রয়টার্স।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে মাস্ক জানান, সোমবার রাত ৮টা (প্যাসিফিক সময়) বা মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় লাইভ ডেমোর মাধ্যমে গ্রোক ৩ উন্মোচন করা হবে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে মাস্ক জানিয়েছিলেন, গ্রোক ৩ চূড়ান্ত উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এটি প্রকাশ করা হবে। অবশেষে তার আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ জানানো হলো।

২০২৩ সালে মাস্ক এক্সআই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য চ্যাটজিপিটির মতো শক্তিশালী এআই মডেল তৈরি করা। গ্রোক ৩ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, এটি আগের সংস্করণগুলোর তুলনায় আরও উন্নত এবং শক্তিশালী হবে।

ডিবিটেক/বিএমটি