সিলেটে চালু সেলফ-ড্রাইভ রাইড শেয়ার ‘ইউড্রাইভ’

২৪ জুলাই, ২০২৫ ১৩:২২  
২৪ জুলাই, ২০২৫ ১৭:২৩  
সিলেটে  চালু সেলফ-ড্রাইভ রাইড শেয়ার ‘ইউড্রাইভ’

অ্যাপে মিলছে অভিজাত গাড়ি মার্সিডিজ কিংবা অ্যালিয়ন। অছে করোলাও। তবে গাড়ি ভাড়া পেলেও চালক হতে হবে নিজেকেই। এমনি অ্যাপ ভিত্তিক রাইড শেয়ার অ্যাপ ‘ইউড্রাইভ’ চালু হয়েছে সিলেট শহরে।

ছয় মাসের পরীক্ষামূলক ড্রাইভ শেষে স্থানীয় গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে এক আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানে বুধবার, ২৩ জুলাই সেবাটি উদ্বোধন করেন উদ্যোক্তারা। প্রবাসী অধ্যুষিত এই শহেরে চার চাকার নতুনধারার রাইড শেয়ারটি চালু করেন চার উদ্যোক্তা। এরা হলেন- ইফতেকার ইরাদ, আফজাল হোসেন চৌধুরী, এনামুল হাসান খান ও শিব্বির আহমদ।  

উদ্বোধনী অনুষ্ঠানে ইউড্রাইভের সহ-উদ্যোক্তা আফজাল হোসেন চৌধুরী জানান এই উদ্যোগ শুরুর গল্প। আরেক সহ-উদ্যোক্তা এনামুল হাসান জানান ইউড্রাইভের গাড়ি ভাড়া নেওয়ার প্রক্রিয়া এবং সহ-উদ্যোক্তা ইফতেখার ইরাদ জানান ভবিষ্যৎ পরিকল্পনার কথা। যুক্তরাজ্য প্রবাসী হওয়ায় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এই উদ্যোগের আরেক সহযোগী শিব্বির আহমেদ।

উদ্যোক্তারা জানান, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য আনুষাঙ্গিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে যে কেউ ভাড়া নিতে পারেন সেলফ ড্রাইভ কার। বর্তমানে ইউড্রাইভের পুলে ১৬টি গাড়ি রয়েছে যার সর্বনিম্ন দৈনিক ভাড়া ২৫০০ টাকা থেকে শুরু বলে জানান তারা।

তারা বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত ৫০০টি ট্রিপ সম্পন্ন হয়েছে এবং ৭০ জন গ্রাহক নিয়মিত তাদের থেকে গাড়ি ভাড়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তাদের স্বপ্ন, চলতি বছরের শেষে তারা ১০ হাজার ট্রিপ সম্পন্ন করবে এবং নিজেদেরে পরিবহন পুলে অন্তত ১০০টি গাড়ি থাকবে। এছাড়াও রাজধানী ঢাকা এবং চট্টগ্রামেও ব্যবসা সম্প্রসারণ করার কথা তারা ভাবছেন বলেও জানান। 

এনামুল হাসান জানান, ইউড্রাইভ সিলেটের প্ল্যাটফর্ম যেখানে আপনি চালক ছাড়া গাড়ি ভাড়া নিতে পারবেন। এই প্ল্যাটফর্ম পুরোপুরি চালু হলে স্থানীয় এবং পর্যটক উভয়ের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে। সিলেটের পর্যটন, অর্থনীতিতে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সর্বোপরি গাড়ি প্রেমীরা নিজেদের মতো করে সিলেটের প্রকৃতিতে ঘুরতে পারবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন ট্রাভেল ও ট্যুরিজম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রধানরা। এ সময় উদ্যোক্তাদের প্রতি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। 

পরে গ্র্যান্ড সিলেটের সামনের গ্রিন পার্কিং গ্রাউন্ডে ‘ইউড্রাইভ‘র পরিবহন পুলের গাড়ি প্রদর্শনী ও টেস্ট ড্রাইভ সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেক্সট ট্রাভেলারের এডমিন হাসান সায়ীম বলেন, ‘সিলেটের মানুষ অনেক ভ্রমণ প্রিয়। পাশাপাশি আমরা বাইরের পর্যটকদের নিয়েও কাজ করি। সেই সুবাদে আমরা জানি সেলফ ড্রাইভ গাড়ি ভাড়া সার্ভিসের চাহিদা রয়েছে সিলেটে। তাই আমি মনে করি, সিলেটের পর্যটনের বিকাশে এই ইউড্রাইভ সার্বিস ফলপ্রসূ ভূমিকা রাখবে।’