টেলিযোগাযোগ আইন সংশোধন নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা
২০০১ সালের আইন বাতিল করে নতুন আইন বাস্তবায়নের পক্ষে টেলিযোগাযোগ আইন সংশোধন নিয়ে ২৭ নভেম্বর, বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বসেছে আন্তঃমন্ত্রণালয় সভা।
প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্ব সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত আছেন।
সূত্রমতে, সভায় নতুন টেলিযোগাযোগ আইনের ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমাতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পূর্ণ ক্ষমতা দেওয়ার বিধান,
ডিজিটাল নিরাপত্তা ও ডেটা সুরক্ষা এবং আড়িপাতার আইনি কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে।
ডিবিটেক/জেইউ/ইক







