ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোতে 

ল্যাপটপে মিলছে ছাড়  

ল্যাপটপে মিলছে ছাড়   
৩০ জানুয়ারি, ২০২৬ ১৪:৪১  

বৈশ্বিক বাজারে র‍্যামের সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকলেও রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোতে ল্যাপটপের স্টলগুলোতে ইতিবাচক চিত্র দেখা গেছে। এক্সপোর প্রথম থেকে শুরু করে ৩০ জানুয়ারি, শুক্রবার তৃতীয় দিনের বিকাল পর্যন্ত ক্রেতা-দর্শনার্থী সন্তোষজনক উপস্থিতি লক্ষ্য করা গেছে।  

স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখা যায়, নতুন মডেলের ল্যাপটপ, বিশেষ ছাড়, উপহার ও ক্যাশব্যাক অফার প্রযুক্তিপ্রেমীদের আকৃষ্ট করছে। শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ল্যাপটপের পাশাপাশি মোবাইল ফোনের স্টলগুলোতেও ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভিড়।

ধানমন্ডি থেকে প্রদর্শনীতে প্রযুক্তি পণ্য দেখতে এসেছেন সায়মা পারভীন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সায়মা পারভীন জানান, যেকোন গ্যাজেট প্রদর্শনীর আয়োজন করলেই সেখানে নতুন নতুন কি ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন, নিত্যপ্রয়োজনী গ্যাজেট এসেছে সেগুলো দেখার জন্য যাই। প্রযুক্তির প্রতি আলাদা টানেই এই এক্সপোতে এসেছি। ঘুরে ঘুরে সব গ্যাজেট দেখছি। ল্যাপটপও দেখেছি। পছন্দ হলে একটা ল্যাপটপ কেনার ইচ্ছে আছে।

নাহিদুল ইসলাম এসেছেন রাজধানীর বনানী থেকে। জানালেন, একটা ল্যাপটপ কেনার ইচ্ছে আছে। এক্সপোতে ঘুরে ঘুরে পছন্দের ব্র্যান্ড খুঁজছেন।  আসুস ও ডেলের পছন্দের মডেল ও দামে মিললে আজই ল্যাপটপ কিনবেন। সায়মা ও নাহিদুলের মতো এমন অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এক্সপোতে এসেছেন ল্যাপটপ দেখতে। কেউ এসেছেন কিনতে। সবার একটাই উদ্দেশ্য এক্সপো উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপে ছাড় ও অফার দেওয়া হচ্ছে। সে অনুসারে তারা ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন।

চারদিনের এই প্রদর্শনীতে আসুস ল্যাপটপ কিনলে মিলছে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত শপিং ভাউচার। লেনোভো ল্যাপটপে থাকছে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, পাশাপাশি ই-মোটরবাইক জেতার সুযোগ।

এক্সপোর সিলভার স্পন্সর এসার প্রদর্শনীতে এনেছে বিভিন্ন মডেলের ল্যাপটপ বিশেষ ছাড়সহ। ইউসিসি দিচ্ছে এসারের প্রিডেটর সিরিজে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়। এছাড়া এসপায়ার ও ট্রাভেলমেট সিরিজের কোর আই৩ ও কোর আই৫ মডেলে পাওয়া যাচ্ছে ৩ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ছাড়। 

টেকল্যান্ডের বিভিন্ন মডেলের ল্যাপটপে মিলছে সর্বোচ্চ ৫ হাজার টাকা ছাড় এবং র‍্যামেও থাকছে সমপরিমাণ ডিসকাউন্ট। রায়ান্স দিচ্ছে আসুস ও এইচপি ল্যাপটপে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত গিফট ভাউচার এবং লেনোভো ল্যাপটপে ১ থেকে ৫ হাজার টাকা ক্যাশব্যাক।

স্মার্ট তাদের নিজস্ব ব্র্যান্ডের ল্যাপটপে দিচ্ছে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

ডিবিটেক/ইউজি/ইকে