ক্রোমে যুক্ত হলো ‘ন্যানো ব্যানানা’ ইমেজ জেনারেটর

ক্রোমে যুক্ত হলো ‘ন্যানো ব্যানানা’ ইমেজ জেনারেটর
২৯ জানুয়ারি, ২০২৬ ০৯:২৬  
২৯ জানুয়ারি, ২০২৬ ১১:২৮  

গুগল তাদের ওয়েব ব্রাউজার ক্রোমে আরও এআইভিত্তিক সুবিধা যুক্ত করছে। জিমিনিকে কেন্দ্র করে নতুন কয়েকটি ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি, যার মধ্যে অন্যতম হলো গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো ব্যানানা। নতুন এসব সুবিধা ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। খবর এনগ্যাজেট।

গুগল জানিয়েছে, ক্রোমে যুক্ত হওয়া নতুন সাইডবারের মাধ্যমে এখন যেকোনো ট্যাব থেকেই জিমিনির সঙ্গে কথা বলা যাবে। একাধিক ট্যাব জুড়ে একই কথোপকথন চালিয়ে নেওয়ার সুযোগ থাকছে। 

গুগলের ভাষ্য, একসঙ্গে অনেক কাজ করা ব্যবহারকারীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর হবে-যেমন বিভিন্ন ওয়েবসাইটে পণ্যের রিভিউ তুলনা করা বা ব্যস্ত সময়সূচির মধ্যে কোনো ইভেন্টের সময় খুঁজে বের করা।

এই সাইডবার থেকেই ব্যবহার করা যাবে ন্যানো ব্যানানা। এর ফলে এআই দিয়ে ছবি তৈরি বা সম্পাদনার জন্য আর আলাদা করে জিমিনি অ্যাপে যেতে হবে না। কোনো ছবি ডাউনলোড করে আবার আপলোড করার ঝামেলাও থাকবে না। খোলা যেকোনো ট্যাব থেকেই এসব কাজ করা যাবে।

আগামী কয়েক মাসের মধ্যে গুগল ক্রোমে আনতে যাচ্ছে পারসোনাল ইন্টেলিজেন্স নামের আরেকটি ফিচার। এর মাধ্যমে জিমিনির সঙ্গে ব্যবহারকারীর আগের কথোপকথন মনে রাখতে পারবে ব্রাউজারটি। এতে ব্যবহারকারীর অভ্যাস অনুযায়ী আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক সহায়তা দিতে পারবে ক্রোম—এমনটাই দাবি গুগলের।

এরই মধ্যে ক্রোমে জিমিনি গুগলের কানেক্টেড অ্যাপস সুবিধা সমর্থন করছে। এতে জিমিনি জিমেইল ও ক্যালেন্ডারের মতো গুগল সেবাগুলো থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। এক ডেমোতে দেখা যায়, ব্যবহারকারীর ইনবক্স থেকেই স্বয়ংক্রিয়ভাবে ছুটির তারিখ খুঁজে বের করেছে জিমিনি।

এ ছাড়া গুগল পরীক্ষামূলকভাবে চালু করেছে অটো ব্রাউজ ফিচার। এর মাধ্যমে জিমিনি ব্যবহারকারীর হয়ে অনলাইনে খোঁজাখুঁজি এমনকি কেনাকাটাও করতে পারবে। তবে প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে—যেমন লগইন তথ্য বা কার্ডের তথ্য ব্যবহারের আগে—ব্যবহারকারীর অনুমতি নেওয়া হবে। আপাতত যুক্তরাষ্ট্রে গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকেরা এই ফিচারটি ব্যবহার করে দেখতে পারবেন।

গুগলের মতে, নিয়মিত একই ধরনের অনলাইন কাজ করা ব্যবহারকারীদের জন্য এসব নতুন সুবিধা সময় বাঁচাতে সহায়ক হবে।

ডিবিটেক/বিএমটি