ওপেনএআইতে ৬০ বিলিয়ন ডলার বিনিয়োগের আলোচনায় এনভিডিয়া–মাইক্রোসফট–অ্যামাজন

ওপেনএআইতে ৬০ বিলিয়ন ডলার বিনিয়োগের আলোচনায় এনভিডিয়া–মাইক্রোসফট–অ্যামাজন
২৯ জানুয়ারি, ২০২৬ ২০:২৩  

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের নতুন দফা আলোচনায় বসেছে এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যামাজন। দ্য ইনফরমেশন–এর বরাতে রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠান তিনটি ওপেনএআইতে সর্বোচ্চ ৬০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগের বিষয়ে আলোচনা করছে। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের বিদ্যমান বিনিয়োগকারী এনভিডিয়া একাই সর্বোচ্চ ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভাবছে। ওপেনএআইয়ের এআই মডেল চালাতে ব্যবহৃত চিপ সরবরাহ করে এনভিডিয়া। দীর্ঘদিনের সহযোগী মাইক্রোসফট ১০ বিলিয়ন ডলারের কম বিনিয়োগের আলোচনা করছে। 

অন্যদিকে নতুন বিনিয়োগকারী হিসেবে আলোচনায় থাকা অ্যামাজন ১০ বিলিয়ন ডলারের বেশি, এমনকি ২০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র জানায়, ওপেনএআই শিগগিরই এসব প্রতিষ্ঠানের কাছ থেকে বিনিয়োগ প্রতিশ্রুতি বা টার্ম শিট পেতে পারে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। এর আগে সফটব্যাংক গ্রুপও ওপেনএআইতে অতিরিক্ত ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের আলোচনায় রয়েছে বলে খবর আসে।

বিশেষজ্ঞদের মতে, এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার ব্যয় দ্রুত বাড়ছে। পাশাপাশি গুগলসহ প্রতিদ্বন্দ্বীদের চাপও বাড়ছে, যা ওপেনএআইয়ের জন্য নতুন বিনিয়োগকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ডিবিটেক/বিএমটি