ফাইবার–অপটিক কেবল তৈরিতে কর্নিংয়ের সঙ্গে ৬ বিলিয়ন ডলারের চুক্তিতে মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টারের অবকাঠামো জোরদারে গ্লাস নির্মাতা কর্নিংয়ের সঙ্গে বড় ধরনের চুক্তি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক বছরে এআই ডেটা সেন্টারের জন্য ফাইবার–অপটিক কেবল সরবরাহে কর্নিংকে সর্বোচ্চ ৬ বিলিয়ন ডলার পরিশোধ করবে মেটা।
চুক্তির আওতায় কর্নিং মেটাকে উন্নত অপটিক্যাল ফাইবার, কেবল ও সংযোগ–সংক্রান্ত পণ্য সরবরাহ করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় উৎপাদন সক্ষমতা বাড়াবে প্রতিষ্ঠানটি। রাজ্যের হিকোরিতে অবস্থিত কর্নিংয়ের কেবল কারখানাটি সম্প্রসারণের পরিকল্পনায় রয়েছে, যেখানে মেটা হবে প্রধান গ্রাহক।
বিশাল কম্পিউটিং শক্তি ও দ্রুতগতির তথ্য আদান–প্রদানের জন্য এআই ডেটা সেন্টারে অপটিক্যাল সংযোগ প্রযুক্তি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেটা, মাইক্রোসফট ও অ্যালফাবেটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের চাহিদায় ২০২৫ সালে কর্নিংয়ের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মেটা যুক্তরাষ্ট্রে প্রযুক্তি অবকাঠামো ও কর্মসংস্থানে আগামী তিন বছরে প্রায় ৬০০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। কর্নিংয়ের এই চুক্তি নর্থ ক্যারোলাইনায় কর্মসংস্থান ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে সহায়ক হবে বলে জানিয়েছে দুই প্রতিষ্ঠান।
ডিবিটেক/বিএমটি







