কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিতে পিন্টারেস্টে ছাঁটাইয়ের ঘোষণা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভবিষ্যৎ কৌশলের কেন্দ্রে আনতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সামাজিক যোগাযোগমাধ্যম পিন্টারেস্ট। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার পরই শেয়ারবাজারে পিন্টারেস্টের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ কমে গেছে।
পিন্টারেস্ট জানিয়েছে, এআইভিত্তিক ভূমিকা ও কৌশলে বেশি গুরুত্ব দিতে তারা বিদ্যমান সম্পদ ও জনবল পুনর্বিন্যাস করছে। একই সঙ্গে অধিগ্রহণ–সংশ্লিষ্ট কিছু ছোট অফিস স্পেস বন্ধ করার পরিকল্পনাও রয়েছে।
গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত পিন্টারেস্টে পূর্ণকালীন কর্মী ছিলেন ৫ হাজার ২০৫ জন। সেই হিসাবে ছাঁটাইয়ের আওতায় পড়তে পারে ৭৮০ জনের কম কর্মী। পুরো প্রক্রিয়া আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
তবে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পিন্টারেস্টের এআই পরিকল্পনা যথেষ্ট স্পষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইমার্কেটারের বিশ্লেষক জেরেমি গোল্ডম্যান বলেন, ব্যয় সাশ্রয় বা এআই থেকে সরাসরি আয়ের সুস্পষ্ট পথ না থাকলে এই ছাঁটাই কৌশলগতের চেয়ে প্রতিরক্ষামূলকই বেশি মনে হচ্ছে। টিকটক এবং মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে বিজ্ঞাপন বাজারে তীব্র প্রতিযোগিতাও চাপ বাড়াচ্ছে।
এদিকে পিন্টারেস্ট জানিয়েছে, পুনর্গঠন প্রক্রিয়ায় কর–পূর্ব ব্যয় হতে পারে ৩ কোটি ৫০ লাখ থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ব্যক্তিগত পণ্যের সুপারিশের জন্য ‘পিন্টারেস্ট অ্যাসিস্ট্যান্ট’ এবং বিজ্ঞাপন স্বয়ংক্রিয় করার ‘পারফরম্যান্স প্লাস’ সেবা চালু করেছে।
তবে প্রযুক্তি খাতে এআই বিনিয়োগের চাপ সামলাতে কর্মী ছাঁটাই যে এখন একটি সাধারণ প্রবণতায় পরিণত হয়েছে, সেটিই আবারও স্পষ্ট হলো এই ঘটনায়।
ডিবিটেক/বিএমটি







