অ্যাপলের 'সবচেয়ে মূল্যবান' দলিল নিলামে উঠছে
প্রযুক্তি ইতিহাসের অন্যতম মূল্যবান দলিল—অ্যাপল কম্পিউটার কোম্পানির প্রতিষ্ঠা-চুক্তি—আগামী জানুয়ারিতে নিলামে উঠছে। এই দলিলের আনুমানিক মূল্য ২০ লাখ থেকে ৪০ লাখ ডলার, যা নিলামের ইতিহাসে সবচেয়ে দামী অ্যাপল সংগ্রহযোগ্য সামগ্রী হিসেবে স্থান পেতে পারে। খবর ৯টু৫ ম্যাক।
নিউইয়র্কে ক্রিস্টিজ নিলামঘর জানিয়েছে, ১৯৭৬ সালে স্বাক্ষরিত তিন পৃষ্ঠার এই চুক্তি অ্যাপল কম্পিউটার কোম্পানির আনুষ্ঠানিক জন্মের দলিল। এতে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রন ওয়েইন যথাক্রমে ৪৫, ৪৫ এবং ১০ শতাংশ শেয়ারধারী হিসেবে স্বাক্ষর করেন। পরে ওয়েইন মাত্র কয়েক দিনের মধ্যে তার অংশ ৮০০ ডলারের বিনিময়ে বিক্রি করে দেন।
ক্রিস্টিজ জানায়, প্রতিষ্ঠা-চুক্তি এবং ওয়েইনের প্রত্যাহার-চুক্তি—দুটিই একসঙ্গে একটি লট হিসেবে ২৩ জানুয়ারি ২০২৬-এর নিলামে তোলা হবে।
রন ওয়েইনের এই সিদ্ধান্তকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভুলগুলোর একটি বলা হয়। কারণ তিনি যদি নিজের অংশ ধরে রাখতেন, আজ তার মূল্য দাঁড়াত প্রায় ৪০০ বিলিয়ন ডলার।
বিগত বছরগুলোতে অ্যাপলের বিরল নিদর্শন বহুবার নিলামে উঠেছে—যেমন একটি সম্পূর্ণ কার্যকর অ্যাপল-১ কম্পিউটার ৩৭৫,০০০ ডলারে বিক্রি হয়েছে, স্টিভ জবসের স্বাক্ষর করা অ্যাপল ২ ম্যানুয়াল ৭৮৭,০০০ ডলার এবং তার স্বাক্ষর করা চেক পূর্বানুমানের চার গুণ দামে বিক্রি হয়েছে। তবে প্রতিষ্ঠা-চুক্তির নিলামটি সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ডিবিটেক/বিএমটি







