ক্লাউডের প্রতি বেশি ঝুঁকছেন এক্সবক্স গেমাররা
এক্সবক্সের ভবিষ্যৎ ক্রমেই কনসোলের গণ্ডি ছাড়িয়ে ক্লাউড ভিত্তিক সেবার দিকে এগোচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, ভারতে এক্সবক্স ক্লাউড গেমিং চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী গেমারদের ক্লাউডে খেলার হার নতুন মাত্রায় পৌঁছেছে। প্রতিষ্ঠানটির মতে, গত বছরের একই সময়ের তুলনায় এবার গেম পাস গ্রাহকদের ক্লাউড গেমিং সময় বেড়েছে ৪৫ শতাংশ। খবর দ্য ভার্জ।
শুধু পিসি বা মোবাইল নয়, কনসোল ব্যবহারকারীরাও নমনীয়তা উপভোগ করতে এখন বেশি আগ্রহ দেখাচ্ছেন। মাইক্রোসফট জানিয়েছে, কনসোল ব্যবহারকারীদের ক্লাউডে গেম স্ট্রিমিং সময় বৃদ্ধি পেয়েছে ৪৫ শতাংশ এবং অন্যান্য ডিভাইসে এই বৃদ্ধির হার ২৪ শতাংশ।
এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে, কনসোলের বাইরে সমন্বিত ও বহুমাত্রিক গেমিং অভিজ্ঞতার প্রতি ব্যবহারকারীদের আগ্রহ বাড়ছে। একই সময়ে এনভিডিয়ার জিফোর্স নাও ভারতে উন্মোচন বিলম্বিত হওয়ায় এক্সবক্স ক্লাউড গেমিং সেখানে বাড়তি সুবিধা পেয়েছে।
মাইক্রোসফটের ধারণা, ভবিষ্যতের এক্সবক্স ইকোসিস্টেম অনেকটাই নির্ভর করবে এই ক্লাউড-ভিত্তিক সেবাগুলোর ওপর, যেখানে ব্যবহারকারীরা ডিভাইস নির্বিশেষে যেকোনো স্থানে সহজেই গেম খেলার সুযোগ পাবেন।
ডিবিটেক/বিএমটি







