ইউএফটিবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রানার আপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) আয়োজিত চার দিনব্যাপী আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা–২০২৫–এর ফাইনালে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করেন। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ এর পক্ষে গোল করেন কামরুজ্জামান লিটন। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেবেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।
২৬ নভেম্বর, বুধবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি।
ফাইনাল খেলা উপভোগ করতে সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মাঠে উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাকিব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউএফটিবির শিক্ষার্থীরা শুধু একাডেমিক উৎকর্ষেই নয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ রেখে চলেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
চার দিনব্যাপী এ টুর্নামেন্ট আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিল ইউএফটিবি স্পোর্টস ক্লাব। প্রতিযোগিতা পরিচালনা কমিটি ও ক্লাবের সদস্যরা সার্বক্ষণিক পরিশ্রম করে টুর্নামেন্টকে সফলভাবে সম্পন্ন করেন।
এর আগে শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় শিক্ষকবৃন্দ ১-০ গোলে জয়লাভ করেন। শিক্ষকদের পক্ষে গোল করেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব রাকিব হোসেন।
ডিবিটেক/এসএ/ইকে







