জিডিইউ হচ্ছে ইউএফটিবি

দ্বিতীয় দফায় পরিবর্তিত হচ্ছে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম (জিডিইউ)। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)’ রাখার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে নতুন নাম পাবে বিশ্ববিদ্যালয়টি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাব করেছিল। সেখানে চারটি নাম উল্লেখ করা হয়েছিল। নামগুলোর মধ্য থেকে কিছুটা পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ করার প্রস্তাব করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নতুন নাম ঠিক করা হয়েছে। এটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। মন্ত্রিপরিষদ থেকে অনুমোদনের পর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ (বিডিইউ)। অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারি মাসে কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে (জিডিইউ)।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের পর থেকেই ক্ষুব্ধ হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রথমে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামের দাবিতে আন্দোলনে নামেন। দাবি আদায়ে স্মারকলিপি, মানববন্ধন, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, ‘রেল ব্লকেড’, ‘শাটডাউন’সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
দাবি আদায় না হওয়ায় সবশেষ ইউজিসির সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। অনশনের মধ্যে গত ২১ মে ইউজিসির সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা করে নাম পরিবর্তনের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেন।