৯ মার্চ শাবিপ্রবি’র ভর্তি ফল প্রকাশ

৪ মার্চ, ২০২৫  
৪ মার্চ, ২০২৫  
৯ মার্চ শাবিপ্রবি’র ভর্তি ফল প্রকাশ

আগামী ৯ মার্চ প্রকাশ করা হবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল।  এসএমএস এর মাধ্যমে এবং ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

চার বছর পর গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে শাবিপ্রবি।  সকালে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও বিকেলে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫১ পরীক্ষার্থী।

ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৬৭১ আসনের বিপরীতে ৮৬ হাজার ৩৮০ জন শিক্ষার্থী আবেদন করেন।  এর মধ্যে এ-১ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৯৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৭ হাজার ২৭৩টি; এ-২ ইউনিটের (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ১ হাজার ২৫০টি। ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ৫৮১টি আসনের বিপরীতে আবেদন পড়ে ২৯ হাজার ১০৭ জন শিক্ষার্থীর। এ ছাড়া অতিরিক্ত ১০৫টি কোটা আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্তা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা-শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০টি আসন সংরক্ষিত রয়েছে।