২.১১ বিলিয়ন ডলারের নিজস্ব শেয়ার বাতিল করবে স্যামসাং ইলেকট্রনিক্স

স্যামসাং ইলেকট্রনিক্স ৩.০৫ ট্রিলিয়ন ওন (প্রায় ২.১১ বিলিয়ন ডলার) মূল্যের নিজস্ব শেয়ার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এক নিয়ন্ত্রক ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
স্যামসাং আরও জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত ২.৭ ট্রিলিয়ন ওন মূল্যের সাধারণ শেয়ার এবং ৩০৪ বিলিয়ন ওন মূল্যের অন্যান্য শেয়ার কিনবে। এর লক্ষ্য শেয়ারহোল্ডারদের মূল্য বৃদ্ধি এবং কর্মীদের সুবিধা দেওয়া।
গত বছরের নভেম্বরেই স্যামসাং ঘোষণা করেছিল যে, এক বছরের মধ্যে ১০ ট্রিলিয়ন ওন মূল্যের শেয়ার পুনঃক্রয় করবে। শেয়ারের মূল্য এসকে হাইনিক্সের মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম থাকায় এটি ২০১৭ সালের পর প্রথমবারের মতো শেয়ার পুনঃক্রয়ের উদ্যোগ নেয়।
ডিবিটেক/বিএমটি