ইউএফটিবি উপাচার্যের সঙ্গে আইইউআইইউ রেক্টরের সাক্ষাৎ
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশের (ইউএফটিবি) উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ইসলামিক ইউনিভার্সিটি ইন উগান্ডা (আইইউআইইউ) এর রেক্টর প্রফেসর ইসমাইল সিম্বওয়া গ্যাজেন্ডা। ২৭ অক্টোবর, সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে ইউএফটিবি উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুঢের এ সাক্ষাৎ করেন তিনি।
উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সাক্ষাতে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর সাবেক উপাচার্য প্রফেসর ড.এম ফজলী ইলাহী, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ এর ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা সিম্বওয়াকে অভিবাদন জানান। এরপর বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত শিক্ষরা হলেন- সিকিউরিটি অ্যান্ড কমিউনিকেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসাইন, এ্যডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বিভাগের চেয়ারম্যান ফারহানা ইসলাম, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান তানজীম তাহারাত অর্পা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাকিব হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মশিউর রহমান, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা এবং সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান সুজন চন্দ্র সুত্রধর।
বৈঠকে উদ্ভাবন,গবেষণা ও উন্নত প্রযুক্তি বিনিময়ে ইউএফটিবি ও আইইউআইইউ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে ভবিষ্যত প্রযুক্তিতে গবেষণা ও নতুন নতুন সমাধানে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয় বাংলাদেশ ও উগান্ডা।







