অ্যাপল ম্যাপসে আসছে বিজ্ঞাপন

২৭ অক্টোবর, ২০২৫ ১০:২৬  
অ্যাপল ম্যাপসে আসছে বিজ্ঞাপন

অ্যাপল ম্যাপস–এ আগামী বছর থেকেই বিজ্ঞাপন দেখা যেতে পারে। মার্ক গুরম্যানের বরাত দিয়ে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। খবর টেকক্রাঞ্চ।

গুগল ম্যাপসের মতোই অ্যাপলের পরিকল্পনা হলো—রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে টাকা দিয়ে নিজেদের নাম সার্চ রেজাল্টে তুলে ধরার সুযোগ দেওয়া। বর্তমানে অ্যাপ স্টোরে বিজ্ঞাপন দেখায় অ্যাপল; এবার তা আইওএস–এর অন্যান্য অ্যাপেও সম্প্রসারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল প্রতিযোগীদের থেকে আলাদা হতে চায় আরও উন্নত ইন্টারফেস ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে প্রাসঙ্গিক ফলাফল প্রদর্শনের মাধ্যমে।

তবে প্রশ্ন উঠেছে—অ্যাপলের ডিভাইস ও অ্যাপগুলো ক্রমে যদি বিজ্ঞাপনভিত্তিক হয়ে ওঠে, তাহলে ব্যবহারকারীরা কি বিরক্ত হয়ে উঠবেন না? বিশ্লেষকদের মতে, অ্যাপলের এই পদক্ষেপ তাদের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হলেও, ব্যবহারকারীর অভিজ্ঞতায় পরিবর্তন আনতে পারে।

ডিবিটেক/বিএমটি