বৃহস্পতিবার টিকটক চুক্তিতে স্বাক্ষর করবেন ট্রাম্প ও শি

২৭ অক্টোবর, ২০২৫ ১৩:২৪  
বৃহস্পতিবার টিকটক চুক্তিতে স্বাক্ষর করবেন ট্রাম্প ও শি

যুক্তরাষ্ট্র ও চীন অবশেষে টিকটক–সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রবিবার সিবিএসের “ফেস দ্য নেশন” অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা গত মাসে মাদ্রিদে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছিলাম। আজ সব বিষয় সমাধান হয়েছে, এবং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় দুই দেশের শীর্ষ নেতা এ চুক্তি স্বাক্ষর করবেন।” খবর টেকক্রাঞ্চ।

তিনি জানান, তার দায়িত্ব ছিল চীনকে লেনদেনে সম্মত করানো, যা গত দুই দিনে সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই একটি নির্বাহী আদেশে চুক্তিটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

চুক্তির শর্ত অনুযায়ী, টিকটকের মার্কিন কার্যক্রম—যেমন রিকমেন্ডেশন অ্যালগরিদম, সোর্স কোড ও কনটেন্ট মডারেশন—একটি নতুন পরিচালনা বোর্ডের নিয়ন্ত্রণে যাবে। নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকবে ওরাকল, যার নেতৃত্বে আছেন ট্রাম্পের ঘনিষ্ঠ ল্যারি এলিসন। এছাড়া ফক্স কর্পোরেশন, আন্দ্রিসেন হোরোভিৎজ এবং সিলভার লেক ম্যানেজমেন্ট যৌথভাবে বিনিয়োগ করবে।

বেসেন্ট মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে জানান, এ সময় দুই দেশের বাণিজ্য আলোচনাতেও শুল্ক ও বিরল খনিজসম্পদ রপ্তানি নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে।

ডিবিটেক/বিএমটি