জিমেইলে বড় নিরাপত্তা সমস্যার খবর সম্পূর্ণ মিথ্যা: গুগল

২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪৭  
২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৭  
জিমেইলে বড় নিরাপত্তা সমস্যার খবর সম্পূর্ণ মিথ্যা: গুগল

জিমেইলে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অস্বীকার করেছে গুগল। সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে গুগল নাকি ২.৫ বিলিয়ন ব্যবহারকারীকে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে, যা গুগল সরাসরি অস্বীকার করেছে। খবর এনগ্যাজেট।

কোম্পানিটি জানিয়েছে, ফিশিং আক্রমণের চেষ্টা সব সময় চললেও তাদের সুরক্ষা ব্যবস্থা ৯৯.৯% ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণ প্রতিহত করতে সক্ষম। 

জুন মাসে সেলসফোর্স সংক্রান্ত একটি ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও সেটি ইতিমধ্যেই সমাধান হয়েছে এবং প্রভাবিতদের অবহিত করা হয়েছে।

গুগল সব ব্যবহারকারীকে নিরাপদ পাসওয়ার্ড বিকল্প, যেমন পাসকি ব্যবহারের পরামর্শ দিয়েছে।

ডিবিটেক/বিএমটি