নেটওয়ার্ক ও এজ ইউনিট বিক্রি করবে ইন্টেল

২০ মে, ২০২৫  
২০ মে, ২০২৫  
নেটওয়ার্ক ও এজ ইউনিট বিক্রি করবে ইন্টেল

চিপ নির্মাতা ইন্টেল তাদের নেটওয়ার্ক এবং এজ ব্যবসা (আগের নেক্স গ্রুপ) বিক্রির সম্ভাবনা বিবেচনা করছে বলে জানিয়েছে একাধিক সূত্র। নতুন প্রধান নির্বাহী লিপ-বু ট্যান কোম্পানির মূল ফোকাস ফিরিয়ে আনতে চাচ্ছেন পার্সোনাল কম্পিউটার ও ডেটা সেন্টার চিপ খাতে, যেখানে ইন্টেল ঐতিহ্যগতভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। খবর রয়টার্স।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিক্রির প্রক্রিয়া শুরু হয়নি কিংবা সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়নি। ইন্টেল কেবলমাত্র বিনিয়োগ পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করেছে বলে জানানো হয়।

২০২৪ সালে নেক্স গ্রুপের আয় ছিল ৫.৮ বিলিয়ন ডলার। তবে এই ইউনিট আর ইন্টেলের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এর আগে, এপ্রিলে ইন্টেল তাদের অল্টেরা ইউনিটের অধিকাংশ শেয়ার ৪.৪৬ বিলিয়ন ডলারে সিলভারলেককে বিক্রি করে পুনর্গঠনের অর্থ সংগ্রহ করে। মোবাইলাই এর মতো অন্য ইউনিটও আগে স্পিন-অফ করা হয়েছিল।

ইন্টেল এখন এমন অংশগুলো নিয়েই এগোতে চাচ্ছে, যেগুলো থেকে ইতিহাস অনুযায়ী সবচেয়ে বেশি রাজস্ব এসেছে।

ডিবিটেক/বিএমটি