‘মোবাইল লুকিয়ে রাখার’ অভিমানে কিশোরের আত্মহত্যা

২০ এপ্রিল, ২০২৫  
২০ এপ্রিল, ২০২৫  
‘মোবাইল লুকিয়ে রাখার’ অভিমানে কিশোরের আত্মহত্যা

‘মোবাইল ফোন লুকিয়ে রাখার’ অভিমানে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। তার নাম আব্দুল্লাহ (১৪)। জানাগেছে, রবিবার (২০ এপ্রিল) দুপুরে দিকে যাত্রাবাড়ীতে মাতুয়াইল উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহত কিশোরের মা আজেদা জানান, ছেলেকে মাদরাসায় পড়াশোনার জন্য দিয়েছিলাম। কিন্তু ছেলে ঠিকমতো পড়াশোনা না করে শুধু মোবাইল ফোন নিয়ে পড়ে থাকতো। আমি বকা দিয়ে মোবাইল ফোন লুকিয়ে রেখে গার্মেন্টসে চলে যাই এবং ওর বাবাও বাসা থেকে কাজে চলে যান। ও বাসায় একা ছিল, পরে আমি বাসায় ফিরে এসে দেখি ছেলে সিলিংফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।