নারী দিবসে গ্রামীণফোনের সাবেক নারী কর্মীদের কণ্ঠে ‘ছি: গ্রামীণফোন ছি’!

Mar 8, 2025 - 14:41
Mar 9, 2025 - 00:43
নারী দিবসে গ্রামীণফোনের সাবেক নারী কর্মীদের কণ্ঠে ‘ছি: গ্রামীণফোন ছি’!

আন্তর্জাতিক নারী দিবসে গ্রামীণফোনের সাবেক নারী কর্মীদের আয়োজিত প্রতিবাদী মানববন্ধন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বসুন্ধরা আবাসিকের প্রবেশ মুখে স্থাপিত গ্রামীণফোন হেড অফিসের সামনে "গ্রামীণফোনের নারী কর্মীবৃন্দ" ব্যানারে এই শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—  "ছি: গ্রামীণফোন ছি: নারীর প্রতি সম্মান জানানোর ভাষা তোমার এরকম?" "ছি: গ্রামীণফোন ছি!"

মানব বন্ধনে অংশ নেয়া ফারজানা নামের একজন সাবেক কর্মী হতাশা প্রকাশ করে বলেন, “গ্রামীণফোন আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সময় তার সাবেক নারী কর্মীদের অসম্মান করে।”

তিনি নারী কর্মীদের প্রতি অসম্মানের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

তিনি বলেন, ২০১০, ২০১১ এবং ২০১২ সালের ৪,০০০ এর বেশি প্রাক্তন গ্রামীণফোন কর্মী এখনও তাদের বকেয়া অর্থ পাননি। ফারজানা আরও জানান, বকেয়া দাবির প্রতিবাদ করার জন্য ১১ জন সাবেক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা ২৫ ফেব্রুয়ারি ২০২৫-এর  অমানবিক পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং গ্রামীণফোনের বিরুদ্ধে তাদের ন্যায্য ৫% পেনাল্টি বকেয়া পরিশোধের দাবি পুনর্ব্যক্ত করেন। দীর্ঘ ১৫ বছর ধরে গ্রামীণফোন বেআইনিভাবে এই পাওনা আটকে রেখেছে, যা প্রাক্তন কর্মীদের চরম আর্থিক সংকটে ফেলেছে।

বক্তারা বলেন, “২৫ ফেব্রুয়ারির হামলায় আমাদের নারী সহকর্মীরাও রেহাই পাননি। বিনা উসকানিতে পুলিশ লাঠিচার্জ, জলকামান এবং শারীরিক নির্যাতন চালিয়েছে। আমাদের ১১ জন সহকর্মীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে তিনজন নারী ছিলেন। এটি শুধুমাত্র আমাদের নয়, দেশের সব শ্রমজীবী নারীর প্রতি চরম অন্যায়।”

কর্মসূচিতে সাবেক নারী কর্মীরা অংশগ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান এবং গ্রামীণফোনের অবিচারের বিরুদ্ধে সোচ্চার হন। মানববন্ধনে উপস্থিত অনেকেই বলেন, নারী দিবসে এই আন্দোলন শুধু গ্রামীণফোনের বর্বরতার প্রতিবাদ নয়, বরং দেশের কর্মজীবী নারীদের অধিকার রক্ষার লড়াইয়ের একটি অংশ।

বক্তারা সরকার, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন এবং গ্রামীণফোনের জবাবদিহিতা নিশ্চিত করেন।

প্রতিবাদ সমাবেশ থেকে গ্রামীণফোন কর্তৃপক্ষ পুলিশ বাহিনী এবং জলকামান মোতায়েন করে প্রতিবাদকারীদের উপর ব্যবহার করেছে বলে নিন্দা করে বক্তারা।