সাইবার বুলিং ও ব্যক্তিগত তথ্য -সুরক্ষার পরিকাঠামো ৭ দফা বাস্তবায়নের জোর দাবী

৮ মার্চ, ২০২৫  
৯ মার্চ, ২০২৫  
সাইবার বুলিং ও ব্যক্তিগত তথ্য -সুরক্ষার পরিকাঠামো ৭ দফা বাস্তবায়নের জোর দাবী

নারী-শিশু সহ যেকোন ব্যক্তির হয়নারীমুলক তথ্য ও ভিডিও অপসারন এবং সাইবার বুলিং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং ব্যক্তিগত তথ্য -সুরক্ষার পরিকাঠামো তৈরী সহ ৭ দফা বাস্তবায়নের জোর দাবী জানিয়েছে সাইবার সাপোর্ট ফর উইমেন এন্ড চিলড্রেন প্ল্যাটফর্ম। 

 

শনিবার আন্তর্জাতিক নারী দিসের অনুষ্ঠানে যে কোন যোগাযোগ মাধ্যমে নারী-শিশু সহ যেকোন ব্যক্তির হয়নারীমূলক তথ্য ও ভিডিও অপসারণ, প্রযুক্তি-উদ্ভুত যৌন ভিত্তিক সহিংসতা (Technology-facilitated gender-based-violence) অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ও কার্যকর আইনী ব্যবস্থা নেয়া এবং নারী ‍ও শিশুদের ব্যক্তিগত তথ্য -সুরক্ষার পরিকাঠামো তৈরী সহ ০৭ দফা বাস্তবায়নের জন্য জোর দাবী জানিয়েছে সাইবার সাপোর্ট ফর উইমেন এন্ড চিলড্রেন প্ল্যাটফর্ম।

সভার আগে ঢাকায় কড়াইল বস্তিতে ব্লাস্ট  এই সচেতনতা নিয়ে একটি রিক্সা র‍্যালি করে। র‌্যালি শেষে অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে এখনো কোনো ব্যক্তিগত তথ্য-সুরক্ষার পরিকাঠামো না থাকায় এবং সাইবার আইনে প্রযুক্তি-উদ্ভুত যৌন ভিত্তিক সহিংসতাকে স্পষ্টভাবে উল্লেখ না করার কারণে, সাইবার হয়রানি, সাইবার বুলিং, প্রতিশোধ পর্নোগ্রাফি, সেক্সটর্শানের মতো অপরাধে দোষীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেইসাথে অধিকাংশ আইন প্রয়োগকারী কর্মমকর্তার এ ব্যপারে গভীর ধারণা না থাকার কারণে সাইবার অপরাধের ভুক্তভোগীরা আইনের আ্শ্রয় চাইতেও দ্বিধা বোধ করে।

এ ধরনের ঘটনা নিরসনে সাইবার আইনে প্রযুক্তি-উদ্ভুত যৌন সহিংসতা অন্তর্ভুক্ত করা, ডিজিটাল ফরেনসিক সাক্ষ্যকে আমলে নেয়া বাধ্যতামূলক করা, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ সংশোধন করা, ভুক্তভোগীর সংবেদনশীল এবং ব্যক্তিগত প্রমাণাদি যথাযথ গোপনীয়তা রক্ষা, বিশেষ সাইবার ক্রাইম সেল গঠন করা, অনলাইন সহিংসতা সম্পর্কিত অভিযোগ সংবেদনশীলতার সাথে পরিচালনার জন্য বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং শিক্ষা পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছে সাইবার সাপোর্ট ফর উইমেন এন্ড চিলড্রেন প্ল্যাটফর্ম ।