‘বৈঠক’ এ ‘স্বাধীনতার ৫০’

২২ মার্চ, ২০২১ ১০:৪২  
আনন্দ অভিযাত্রার অর্জন আর গৌরবকে ডিজিটাল দুনিয়ায় ছড়িয়ে দিতে ‘স্বাধীনতা ৫০’ প্রচারণা শুরু করছে আইসিটি বিভাগ। দেশের প্রতিটি কোণে, প্রতিটি মানুষকে কীভাবে এই অমলিন গৌরবের শামিল করা যায় তা নিয়ে সোমবার সকালে ভার্চুয়াল সভা করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিভাগের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ‘বৈঠক’ ব্যবহার করে অনুষ্ঠিত সভায় আইসিটি বিভাগে জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, অধিদপ্তরের মহাপরিচালক এ বিএম আরশাদ হোসেন, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব এবং বিভিন্ন প্রকল্পের প্রধানরা সংযুক্ত ছিলেন। বৈঠক বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির গৌরবকে হৃদয়ে ধারণ করে আমরা তা ছড়িয়ে দিতে চাই দেশের প্রতিটি কোণে, প্রতিটি মানুষের কাছে। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে আমাদের ক্যাম্পেইন "স্বাধীনতার ৫০"।