৮ আইএসপি’র লাইসেন্স বাতিল

৬ জানুয়ারি, ২০২০ ১৫:১৩  
মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৮ জোনাল আইএসপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স লুসাই সিস্টেম, মেসার্স নেটি বি অনলাইন, গ্লোবাল নেটওয়ার্ক, মেসার্স মাইনেট, মেসার্স এস আহমেদ কম্পিউটার অ্যান্ড প্রিন্টার্স, মেসার্স স্কাই লিংক আইএসপি এবং সুপার নেট বিডি লিঃ। সোমবার (৬ জানুয়ারি) বিষয়টি বিটিআরসি’র মিডিয়া বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। জানাগেছে, রোববার (৪ জানুয়ারি) বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়েছেন। চিঠিতে লাইসেন্স বাতিলের দায়ে উক্ত প্রতিষ্ঠানগুলোকে আইএসপি সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম কালবিলম্ব ছাড়াই বন্ধের নির্দেশ দেয়ার পাশাপাশি কমিশনের পাওনা বকেয়া পরিশোধের আদেশ দেয়া হয়েছে।