৭০০০ এমএএইচের ব্যাটারিসহ আসছে শাওমির নতুন ফোন!
স্মার্টফোন জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে শাওমি। সাম্প্রতিক প্রকাশিত একটি খবর অনুযায়ী, এই চীনা প্রযুক্তি কোম্পানিটি ৭০০০ এমএএইচ পর্যন্ত বিশাল ব্যাটারির সাথে নতুন স্মার্টফোন বাজারে আনতে পারে। এর সঙ্গে থাকবে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের টুইট অনুযায়ী, শাওমি বিভিন্ন ধরনের ব্যাটারি ক্ষমতা ও চার্জিং স্পীডের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। কোম্পানিটি ৫০০০ এমএএইচ ব্যাটারিসহ ১২০ ওয়াট এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারিসহ ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের উপর কাজ করছে। এছাড়া ৬০০০, ৬৫০০, ৭০০০, এমনকি ৭৫০০০ এমএএইচের ব্যাটারির সাথে সর্বোচ্চ ১২০ ওয়াটের চার্জিংয়ের উপরও কাজ চলছে বলে জানা গেছে।
বর্তমানে শাওমির বেশিরভাগ ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকলেও, সাম্প্রতিক রেডমি নোট ১৩ প্রো প্লাস এবং রেডমি কে৭০ আল্ট্রা মডেলে ৫৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ এসেছে। এই ফোনগুলো মাত্র ২৪ মিনিটে পুরোপুরি চার্জ হতে সক্ষম।
ডিবিটেক/বিএমটি







