২০২৬ সালের শেষ নাগাদ মঙ্গল অভিযানে যাবে মাস্কের স্টারশিপ

৩০ মে, ২০২৫ ১০:০৯  
৩০ মে, ২০২৫ ১৬:১০  
২০২৬ সালের শেষ নাগাদ মঙ্গল অভিযানে যাবে মাস্কের স্টারশিপ

স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, ২০২৬ সালের শেষ নাগাদ প্রথমবারের মতো মানববিহীন স্টারশিপ যান মঙ্গলে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খবর রয়টার্স।

তবে ইলন মাস্ক স্বীকার করেছেন, এই সময়সীমা অর্জন নির্ভর করছে আগামী পরীক্ষামূলক উৎক্ষেপণগুলোর সাফল্যের ওপর। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পৃথিবীর কক্ষপথে রিফুয়েলিং প্রযুক্তি, যা এখনো সফলভাবে বাস্তবায়ন হয়নি।

২০২৬ সালের শেষে পৃথিবী ও মঙ্গলের কক্ষপথ ঘনিষ্ঠ অবস্থানে থাকবে, যা এই অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় জানালার সুযোগ দেবে। ওই সময় স্টারশিপ প্রস্তুত না হলে পরবর্তী সুযোগ আসবে দুই বছর পর।

প্রথম মিশনে রোবটিক ‘অপটিমাস’ হিউম্যানয়েড পাঠানোর পরিকল্পনা রয়েছে। পরে মানব অভিযানের লক্ষ্য রয়েছে দ্বিতীয় বা তৃতীয় অভিযানে। নাসা ২০২৭ সালের মধ্যে স্টারশিপ ব্যবহার করে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে, যা মঙ্গল মিশনের পূর্বধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিবিটেক/বিএমটি