৫০০ প্রকৌশলী নিয়োগ দেবে জুম

১৫ মে, ২০২০ ০২:০০  
আগামী দুই বছরের মধ্যে ফোনিক্স এবং পিটার্সবাগে গবেষণা ও উন্নয়নের জন্য ৫০০ সফটওয়্যার প্রকৌশলী নিয়োগের পরিকল্পনা নিয়েছে জুম ভিডিও কমিউনিকেশনস। এর মাধ্যমে বর্তমানের অন্যতম জনপ্রিয় সেবাটির প্রকৌশল জনবল প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পাবে। খবর রয়টার্স। সান জোস, ক্যালিফোর্নিয়াভিত্তিক ভিডিওকনফারেন্সিং কোম্পানিটি চলমান করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনের ফলে বিশ্বব্যাপী পরিবার, বন্ধুবান্ধব ও প্রতিষ্ঠানকে সংযুক্ত রাখতে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, গতমাসে প্লাটফর্মটিতে প্রতিদিন গড়ে প্রায় ৩০ কোটি মানুষ মিটিংয়ে অংশ নিয়েছে। গত ডিসেম্বরে যার সংখ্যা ছিলো মাত্র এক কোটি। তবে সম্প্রতি নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নানা সমালোচনার মুখোমুখি হয় প্রতিষ্ঠানটি। যার ফলে ৩ মাসের জন্য নতুন ফিচার ডেভেলপমেন্ট বন্ধ রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা বোর্ড গঠন ও লোকবল নিয়োগ দিয়েছে জুম। বর্ধিত করা হয়েছে এর ক্লাউড কম্পিউটিং সার্ভার। বর্তমানে জুমের অধিকাংশ প্রকৌশলী প্রধান কার্যালয় এবং চীনে ভাগ হয়ে কাজ করছে। শিগগিরই নতুন জনবল নিয়োগে কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি