৫জিতে ঐতিহাসিক ভিডিও কল

২০ আগষ্ট, ২০১৯ ১১:৪৫  
বিশ্বের সবথেকে লম্বা টাওয়ার দুবাইয়ের বুর্জ খলিফা থেকেও ফাইভজি ভিডিও কল করা সম্ভব হবে। এই প্রথম বার বুর্জ খলিফার একেবারে উঁচু থেকে ভিডিও কল করা সম্ভব হয়েছে। দুবাই ভিত্তিক বহুজাতিক টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এতিসালাত। সাম্প্রতিক কালে এতিসালাত এর উন্মোচন করা ফাইভজি নেটওয়ার্কে এই ফাইভজি ভিডিও কল সম্ভব হয়েছে। এই কল একেবারে ঐতিহাসিক একটি কল বলে মনে করা হচ্ছে। এতিসালাত এর পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিষ্ঠানের দুই উচ্চপদস্থ কর্মচারী বুর্জ খলিফা থেকে আবু ধাবিতে এতিসালাত এর হেড কোয়ার্টারে ভিডিও কল করে দেখেছেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, প্রথম #৫জি ভিডিও কল বিশ্বের সবথেকে লম্বা টাওয়ার বুর্জ খলিফা থেকে #Etisalat5G এর বড় কভারেজের ফলেই সম্ভবপর হয়েছে।